নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
দেশের বন্যা পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। আরো এক মাস বন্যার পানি স্থায়ী হবে বলে জানিয়েছে বিশেষজ্ঞরা। এই অবস্থা ভারত নেপালে হওয়ায় মানবিক বিপর্যয়ের শঙ্কা তৈরি হয়েছে।
দেশের ২১ জেলায় প্রায় ৩০ লাখ মানুষ বর্তমানে পানিবন্দী অবস্থায় রয়েছে। গত ৩ সপ্তাহে পানিতে ডুবে এবং রোগবালাইয়ে ৮৬ জন মানুষ মারা গেছে। এতে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘসহ বিভিন্ন সংস্থা। একই অনুভূতি ব্যক্ত করেছে আন্তর্জাতিক সংস্থা রেডক্রস। বুধবার এক বিবৃতিতে তারা বাংলাদেশসহ ভারত নেপালে মানবিক বিপর্যয়ের আশঙ্কা করছে। তাদের শঙ্কা করোনার পরই বন্যার মোকাবেলা করতে গিয়ে গ্রামীণ অর্থনীতি ভেঙ্গে পড়েছে।
তবে মানবিক বিপর্যয় মানতে নারাজ ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব মো: মহসিন। তিনি এই বন্যাকে স্বাভাবিক বন্যা বলে অবহিত করেন।
Leave a Reply