স্পন্সর প্রতিষ্ঠানগুলোর নাম জুড়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের জন্য ৫টি বিভাগীয় দলের নাম চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই সাথে টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফটের তারিখও চূড়ান্ত হয়েছে। আগামী ১২ নভেম্বর, বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট।
গতকাল ৭ নভেম্বর, শনিবার রাতে বিসিবি’র এক এক সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে এ খবর জানা গেছে। আসরে দেশের ৫ বিভাগের প্রতিনিধিত্ব করবে ৫টি দল। বিজ্ঞপ্তি অনুযায়ী ঘোষিত পাঁচ দলের নাম যথাক্রমে—বেক্সিমকো ঢাকা, গাজী গ্রুপ চট্টগ্রাম, জেমকন খুলনা ফরচুন বরিশাল ও মিনিস্টার গ্রুপ রাজশাহী।
টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ এখনো ঠিক হয়নি। এর সূচি পরে জানানো হবে বলে বিসিবি সূত্র জানিয়েছে। তবে চলতি মাসের তৃতীয় সপ্তাহে টুর্নামেন্টটি শুরু হতে পারে। এর আগে বৃহস্পতিবার যে প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হবে এতে গ্রেড থাকছে চারটি (এ, বি, সি, ডি)। ‘এ’ গ্রেডের প্লেয়াররা সর্বোচ্চ প্রায় ১৫ লাখ টাকা পারিশ্রমিক পাচ্ছেন। টুর্নামেন্টের আগে ১১৩ ক্রিকেটারকে আগামী ৯ ও ১০ নভেম্বর ফিটনেস টেস্টের জন্য ডাকা হয়েছে।
Leave a Reply