মামুনুর রশিদ, ত্রিশাল প্রতিনিধি : ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ময়মনসিংহ ৭ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব হাফেজ মাওলা ‘রুহুল আমিন মাদানী বলেছেন বঙ্গবন্ধুর বাংলাদেশে কেউ অনাহারে থাকবে না, ইনশাল্লাহ।
তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাণঘাতী করোনাভাইরাস থেকে সতর্ক থাকার আহবান জানিয়ে এক ভিডিও বার্তায় এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের বর্তমান সরকার খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, বর্তমানে বাংলাদেশে কোনো খাদ্য ঘাটতি নেই। তাই বঙ্গবন্ধুর বাংলাদেশ ও শেখ হাসিনার নেতৃত্বের সরকারের আমলে দেশে কেউ অনাহারে থাকবে না বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরো বলেন, আপনারা বাড়িতে অবস্থান করুন, খাবার সংকট হলে সরাসরি আমাকে ফোন করবেন। ইনশাল্লাহ আপনার ঘরে খাবার সামগ্রী পৌঁছে যাবে। এ সময় তিনি সরকারি বরাদ্ধের পাশাপাশি নিজস্ব তহবিল থেকে দুই লাখ টাকা অনুদান দেন।
এ ছাড়াও তিনি উপজেলার বিভিন্ন স্থানে সচেতনা মূলক মাস্ক, হ্যান্ড সেনিটাইজার, গ্ল্যাভস বিতরণ করেন।
Leave a Reply