দেশজুড়ে

বইমেলায় এ কে আজাদ-এর ‘চলচ্চিত্রের ৫০ কিংবদন্তী’

  জাগোকন্ঠ ২৭ ফেব্রুয়ারি ২০২৪ , ৮:৫৯ পূর্বাহ্ণ

জ্যেষ্ঠ প্রতিবেদক:

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে সাংবাদিক, লেখক, সংগঠক এ কে আজাদ-এর প্রথম গ্রন্থ ‘চলচ্চিত্রের ৫০ কিংবদন্তী’।

আমাদের বাংলা চলচ্চিত্রকে মেধা ও কর্মে সমৃদ্ধ করেছেন যারা, সেসব কিংবদন্তি গুণীজনদের মধ্যে প্রাথমিকভাবে ৫০ জনের কর্ম ও জীবন এবং চলচ্চিত্রে তাদের অবদানের কথা সংক্ষেপে তুলে ধরা হয়েছে এই গ্রন্থে। বাংলা চলচ্চিত্রের কিংবদন্তিদের তথ্যভিত্তিক জীবন ও কর্মের সংক্ষিপ্ত দালিলিক গ্রন্থও বলা যেতে পারে এটিকে।

চলচ্চিত্র সংসদকর্মী- সাংবাদিক ও সমাজকর্মী এ কে আজাদ’র বর্তমান কর্মস্থল- চ্যানেল আই। তিনি বর্তমানে চিত্রালী পাঠক- পাঠিকা চলচ্চিত্র সংসদ (চিপাচস)-এর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এছাড়াও নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটির যুগ্ম- মহাসচিব, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) ও শরীয়তপুর সাংবাদিক সমিতি, ঢাকা’ সদস্য। এছাড়াও ছিলেন চিত্রালী পাঠক ফোরাম’র সাবেক সভাপতি।

‘চলচ্চিত্রের ৫০ কিংবদন্তী’ গ্রন্থটি প্রকাশ করেছে ভাষাচিত্র। আজ থেকে পাওয়া যাচ্ছে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যানের ভাষাচিত্র’র ৩৩ নম্বর প্যাভিলিয়নে।

আরও খবর: