ফরিদপুরের নগরকান্দায় পুকুর থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। হত্যার পর তার লাশ পানিতে ভাসিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে নিহতের স্বজনরা।
উপজেলার শশা গ্রামে মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে।
নিহত ওই গৃহবধূর নাম কোহিনুর আক্তার (৪১)। তিনি ঢাকার উত্তরা এলাকার মো. আব্দুল কাদের মিয়ার মেয়ে। প্রায় কুড়ি বছর আগে শশা গ্রামের লিটন মিয়ার (৪৫) সাথে তাঁর পারিবারিক ভাবে বিয়ে হয়। তাদের সংসারে একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে।
নিহত কোহিনুরের ভগ্নীপতি সাইফুল ইসলাম বলেন, লিটন মিয়া সম্প্রতি পরিবারের কাউকে না জানিয়ে সাতক্ষীরা জেলায় আরেকটি বিয়ে করে। এরপর থেকেই শুরু হয় তাদের দাম্পত্য কলহ।
দ্বিতীয় বিয়ের পর লিটন ও তার পরিবার কারণে-অকারণে প্রথম স্ত্রী কোহিনুরকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতো। তাকে খুন করে লাশ পুকুরের পানিতে ভাসিয়ে দিয়েছে তারা। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
লিটনের বড় ভাই মিজান মিয়া বলেন, ছোট ভাই বিটুর স্ত্রী সকালে পুকুর ঘাটে গিয়ে দেখে কোহিনুরের লাশ ভাসছে। পুলিশকে খবর দিলে তারা লাশ উদ্ধার করে নিয়ে যায়।
এ ব্যাপারে নগরকান্দা থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা বিপ্লব বলেন, ময়নাতদন্তের জন্য ওই গৃহবধূর লাশ উদ্ধার করে বিএসএমএমসি কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এটা হত্যা না দুর্ঘটনা তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।
Leave a Reply