জাগো কণ্ঠ ডেস্ক ৪ ফেব্রুয়ারি ২০২৩ , ৫:০৭ পূর্বাহ্ণ
পাবনা ঈশ্বরদীতে এক কুকুরের কামড়ে অন্তত ১৫ শিশু আহত হয়েছে।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে ঈশ্বরদী উপজেলার ছলিমপুর ইউনিয়নের বড়ইচারা দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলো- ছলিমপুর ইউনিয়নের জয়নগর মাদরাসা এলাকার জামাত আলীর ছেলে মাহাদি (৯), মিরাজুল ইসলামের ছেলে আল আমিন (৩), জয়নগর গ্রামের আকাল উদ্দিনের মেয়ে আনিকা খাতুন (৩), বড়ইচারা এলাকার সোহাগ হোসেনের ছেলে মোরসালিন (৪০), একই এলাকার সোহেলের ছেলে আদিয়ান (৩), সাহাপুর এলাকার মিন্টু মিয়ার ছেলে তানভির (৬) সহ ১৫ শিশু।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সোহেল পারভেজ জানান, পাগলা কুকুরের কামড়ে আহত হয়ে ১৫ শিশু বিকেলে হাসপাতালে আসে। তাদের প্রত্যেককে প্রতিষেধক দেওয়া হয়েছে। এর মধ্যে সাতজনের নাম জরুরিভাবে নথিভুক্ত করা হয়েছে।
ছলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা জানান, ওই গ্রামে বেওয়ারিশ কুকুরের অবাধ বিচরণ দেখা যায়। ভোর থেকে শুরু হয় কুকুরের উৎপাত। স্কুলগামী শিশু এবং নারীরা কুকুরের ভয়ে থাকেন।