নিজস্ব প্রতিবেদক : জাসদ সভাপতি ও তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ১৫ আগস্ট ‘বঙ্গবন্ধু হত্যাকাণ্ড’ জাতির ইতিহাসের সবচাইতে শোকাবহ ঘটনা।
তিনি বলেন, ‘খুনীরা সেদিন শুধু ব্যক্তি বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, বাংলাদেশের আত্মাকে হত্যা করে ‘৭১’র মুক্তিযুদ্ধের পরাজয়ের প্রতিশোধ নেয় এবং বাংলাদেশকে পাকিস্তান-পন্থার দিকে ঠেলে দেয়।’
হাসানুল হক ইনু জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে শুক্রবার সকাল ১১ টায় বঙ্গবন্ধু এভিনিউস্থ শহীদ কর্নেল তাহের মিলনায়তনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান শেষে এক আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় এ কথা বলেন।
হাসানুল হক ইনু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন,‘বঙ্গবন্ধুকে দ্বিতীয়বার হত্যার অপরাজনীতি প্রতিহত করতে দুর্নীতিবাজ-লুটেরাদের সিন্ডিকেট এবং রাজাকার-জঙ্গি ও তাদের রাজনৈতিক সঙ্গীদের পাকিস্তানপন্থার হত্যা-খুনের রাজনীতি চিরতরে ধ্বংস করে দিতে হবে।’
এসময় অন্যান্যের মধ্যে দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার, মীর হোসাইন আখতার, নুরুল আখতার, নাদের চৌধুরী, নইমুল আহসান জুয়েল ও রোকনুজ্জামান রোকন অনুষ্ঠানে বক্তৃতা করেন।
Leave a Reply