দেশজুড়ে

পবিত্র রমজান মাসের জন্য খাদ্যদ্রব্যের সংকট নেই: বাণিজ্যমন্ত্রী

  জাগোকন্ঠ ১৭ মার্চ ২০২৩ , ১:২৬ অপরাহ্ণ

শাহাদাত হোসেন:

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, পবিত্র রমজানকে সামনে রেখে দ্রব্যমুল্য বৃদ্ধি করার কোন রকম সুযোগ নেই।আমাদের প্রচুর পরিমানে খাদ্যের স্টক রয়েছে। তাই ক্রেতাদের কোন রকম “ হা-হুতাশ না করার আহবান জানিয়েছেন।

শুক্রুবার (১৭ই মার্চ) বিকেলে জাতির পিতা বঙ্গবন্ধুর ১০৩ ৩ম জন্মদিন উপলক্ষে ও ১৭ ই মার্চ উপলক্ষে ডামুড্যা উপজেলা পরিষদ মাঠে ডিজিটাল পল্লী স্মার্ট ভিলেজ এক্সপো মেলার অনুষ্ঠানের শুভ উদ্বোধনকালে প্রাধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন,মাননীয় প্রাধানমন্ত্রী শেখ হাসিনা সবসময়ই শুধু দারিদ্র অসহায় নয় মধ্যবিত্ত মানুষের কথাও চিন্তা করেন। তিনি বলেছেন যা ন্যায্য তাই হওয়া উচিৎ। সরকারের পক্ষ থেকে কোন খাদ্যের সংকট নেই। যথেষ্ট খাবার দেশে এখনো মজুদ রয়েছে। তাই রমজানের আগেই আমাদের ১ মাসের বাজার একসঙ্গে করার কোন প্রয়োজন নেই। ক্রেতারা আগের মতই স্বাভাবিক ভাবে বাজার করবেন।তাহলে বাজারের খাদ্যের সংকট হবে না।

তিনি আরো বলেছেন, রোজায় দুটি ধাপে ১০ কোটি মানুষের কাছে ওএমএস ও টিসিবির পণ্য দেয়া হবে। যে সকল ব্যবসায়ী পবিত্র মাহে রমজানে দ্রব্যমুল্যের দাম বৃদ্ধি করে ভোক্তাদের ঠকাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ান বিধান রয়েছে।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রধান ভূমিকা রেখে আগামী দিনকে বিশ্বের মাঝে স্মার্ট বাংলাদেশ নামে পরিচিতি করছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকে ডামুড্যাতে জাতির পিতার জন্মদিন উপলক্ষে ডিজিটাল পল্লী স্মার্ট ভিলেজ এক্সপোতে এসে আমার মনে হলো আমার দেশ এখন সত্যিকার স্মার্ট বাংলাদেশ হিসাবে সয়ং সম্পূর্ণ হয়েছে।

এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য নাহিম রাজ্জাক,বিশেষ অতিথি ই-লার্নিং এন্ড আর্নিং লিঃ মাসুদ আলম,ফুড পান্ডা বাংলাদেশ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক আম্বারীন রেজা,দারাজ বাংলাদেশ লিঃ ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুক্ষ্য সমন্বয়ক বিষয়ক (এসডিজি)মোঃ আখতার হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হাসিবা খান।

আরও খবর: