শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের জাজিরার নাওডোবায় পদ্মা-সেতু হাইওয়ে গোলচত্বরে মাইক্রো ও মোটরসাইকেল সামনা সামনি সংঘর্ষে ২ জন নিহত। নিহতরা হলেন মিঠু(২০)নূপুর(১৮)।
পদ্মা-সেতু হাইওয়ে গোলচত্বরে মঙ্গলবার (২৮জুলাই) বিকেলে ঘুরতে এসে এ দুর্ঘটনা শিকার হয়। চালক মিঠু ও তার সাথে থাকা মেয়েটি সম্পর্কে তারা বিয়াই বিয়াইন। গুরুতর আহত অবস্থায় তাদের পাচ্চঁর হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাদের মৃত বলে ঘোষণা দেয়।
নিহতরা শিবচর থানার কুতুবপুরের গ্রামের বাসিন্দা। তাদের মৃত্যুতে এলাকায় নেমেছে শোকের ছায়া ।
Leave a Reply