শরীয়তপুর প্রতিনিধি: পদ্মা-সেতু প্রকল্পে ব্যবহৃত ২০ মন রডসহ হাতেনাতে দুইজনকে আটক করেছে সেনাবাহিনী। নাওডোবা ইউনিয়নের রেজাউল গরামীর পূত্র ইমরান গরামী ও মৃত তোফাজ্জল ঢালীর পূত্র মতি ঢালী আজ (বৃহস্পতিবার) সকালে পাশবর্তী কুতুবপুর বাজারে চোরাই রড বিক্রি করতে গেলে হাতে নাতে ধরে ফেলে সেনা সদস্যরা । শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা পয়েন্টে অনেক দিন যাবত একটি চোর চক্র সেতু প্রকল্পের বিভিন্ন মালামাল চুরি করে আসছে। এলাকায় মাদক সয়লাবের কারনেই চুরি বেড়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানাযায়, এ অঞ্চলে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা ও মাদক সেবন দেদারছে চলছে। প্রসাসনের চোখ ফাঁকি দিয়েই তারা এ কর্মকান্ড- করে আসছে। যার ফলে এলাকায় চুরি-ডাকাতি দিন দিন বেড়ে চলেছে। মাদকের টাকা জোগান দিতেই এসব চুরির ঘটনা অহরহ ঘটছে।
সূত্র আরও জানায়, কয়েকদিন আগেও সেনা সদস্যরা নাওডুবা ইউনিয়নের ছয় জুয়াড়ীকে ৩০পিস ইয়াবাসহ আটক করে জাজিরা থানা পুলিশের হাতে তুলে দিয়েন। এলাকা মাদক ও জুয়ামুক্ত হলে এসব চুরি চামারি এমনিতেই বন্ধ হয়ে যাবে।
Leave a Reply