ফরহাদ খান, নড়াইল
মুজিববর্ষ উপলক্ষে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টে নড়াইল জেলা পুলিশ একাদশ বিজয়ী হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) জেলা পুলিশ ফুটবল একাদশের অধিনায়ক উপস্থিত ছিলেন। তার অসাধারণ খেলায় জয়ের দেখা পায় দলটি।
খেলাটি নির্ধারিত সময়ে গোলশূণ্য ড্র হলে টাইব্রেকারে গড়ায়। ‘জেলা পুলিশ একাদশ’ ৬-৫ গোলে ‘এগিয়ে চলো ফুটবল একাদশ’কে পরাজিত করে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে। নড়াইলে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং নড়াইল গ্রাম যুব সংঘের ব্যবস্থাপনায় এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক আনজুমান আরা।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা ও শেখ ইমরানসহ ফুটবলপ্রেমীরা।
Leave a Reply