মোঃইব্রাহীম,বাঘইছড়ি প্রতিনিধিঃ দ্বিতীয় বারের মত স্থানীয় বর্গাচাষি মোঃরজ্জব আলীর ধান কেটে দিলো কাচালং সরকারি কলেজ ছাত্রলীগ।
করোনাভাইরাসের কারণে স্তব্ধ গোটা দেশ। কার্যত ঘরবন্দি হাজার হাজার মানুষ। বৈশাখের মাঝামাঝি কাঠফাটা রোদের গরমে নাভিশ্বাস অবস্থায় দেখা দিয়েছে চরম শ্রমিক সংকট। এ অবস্থায় বাঘাইছড়ির ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কাচালং ডিগ্রী কলেজ ছাত্রলীগ ধান কেটে দিলো বর্গাচাষি দরিদ্র মোঃ রজ্জব আলীর।
শুক্রবার সকাল থেকে কলেজ ছাত্রলীগ সভাপতি ছাত্রনেতা মামুনুর রশিদের নেতৃত্বে ২০ সদস্যের একটি দল রজ্জব আলী কৃষকের জমির ধান কেটে দেয়। এ মহামারির সময়ে ধান কেটে দেওয়ায় খুশি কৃষকসহ এলাকাবাসী।
প্রধানমন্ত্রীর নির্দেশনায় ও জেলা ছাত্রলীগের তত্ত্বাবধানে দরিদ্র কৃষকের ধান কেটে ঘরে তুলতে সহায়তা করছে কাচালং সরকারি কলেজ ছাত্রলীগ।
ছাত্রলীগ নেতা মামুনুর রশিদ বলেন, প্রধানমন্ত্রী নির্দেশনায় আমরা বাংলাদেশ ছাত্রলীগ কাচালং সরকারি কলেজ শাখা ছাত্রলীগ গ্রামের দরিদ্র কৃষকদের ধান কেটে দিচ্ছি, আমাদের এই ধান কাটা করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।
ধান কাটায় অংশ গ্রহণ করেন,কলেজ ছাত্রলীগ সভাপতি মামুনুর রশিদ,সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল মজিদ,সদস্য মামুনর রশিদ, আলমগীর, সালাহ উদ্দিন,মুহিব উল্লাহ,সাকিবসহ অন্যান্য নেতাকর্মী।
Leave a Reply