দেশজুড়ে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে দেওয়ানগঞ্জে  আওয়ামীলীগের আনন্দ মিছিল

  জাগোকন্ঠ 16 November 2023 , 2:13 pm

এস এম খোরশেদ আহম্মেদ (জামালপুর) প্রতিনিধি :

আসন্ন   দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের  আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনের তফসিল  ঘোষণার পরপরই দেওয়ানগঞ্জ  পৌর শহরে প্রধান সড়ক  গুলো  প্রদক্ষিন করে  দেওয়ানগঞ্জ  টাওয়ারে এসে শেষ হয়, এতে   দেওয়ানগঞ্জ  উপজেলা আওয়ামী লীগের  অঙ্গ  সহযোগী সংগঠন আনন্দ মিছিল,  সমাবেশ,  পথসভা করেন,
আনন্দ  মিছিলে অংশ নেন  দেওয়ানগঞ্জ  উপজেলা আওয়ামী লীগের সভাপতি  আলহাজ্ব আবুল কালাম আজাদ , দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  শাহজাহান আকন্দ , দেওয়ানগঞ্জ  পৌরসভার মেয়র শেখ মোহাম্মদ নুরুন্নবী অপু , দেওয়ানগঞ্জ  উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক  আব্দুর  রহিম  মিঠু,  ও মোস্তাফিজুর রহমান  চানঁ,  জামালপুর  জেলা  পরিষদ  সদস্য  ও  পৌর আওয়ামী লীগের  সভাপতি  হারুন অর রশিদ হারুন,  সাধারণ সম্পাদক  নূরে ই আলম সিদ্দিকী জুয়েল ,  ও পৌর কাউন্সিলরা সহ প্রমূখ, এবং ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিকলীগ, সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা   উপস্থিত ছিলেন।

আরও খবর: