বিনোদন

দোষ থাকলে শাকিবের সঙ্গে সংসার করতে চাইতাম না: বুবলী

  জাগো কণ্ঠ ডেস্ক ১৩ জুন ২০২৩ , ৮:৪৫ পূর্বাহ্ণ

ঢাকাই সিনেমার আলোচিত দম্পতি চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলী। বেশ কিছুদিন প্রেমের সম্পর্কের পর লুকিয়ে বিয়ে করলেও এক ছাদের নিচে দীর্ঘদিন থাকা হয়নি এই দম্পতির। 

যদিও তাদের সংসারে জন্ম নিয়েছে একটি ফুটফুটে পুত্র সন্তান। কিন্তু এরপরেও স্বামী-স্ত্রী দুজন হেঁটেছেন দুজনের ভিন্ন পথে। শাকিব খান দাবি করছেন, বুবলীর সঙ্গে বিচ্ছেদ হয়ে গেছে তার। যদিও নায়িকা সেটি অস্বীকার করেছেন।

সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বুবলী জানান, সংসার টিকিয়ে রাখার জন্য সবটুকু চেষ্টাই করেছেন তিনি।

বুবলী বলেন, ‘আমি আমার ১০০ ভাগ দিয়ে চেষ্টা করেছি। হয়তো অনেক না বলা কথা বলা হচ্ছে। আমি তার পছন্দের জায়গা থেকে, সে যেভাবে যেভাবে চেয়েছে সেটা ফিল্ম করে হোক, ছেড়ে হোক, কোনো কাজ করে হোক বা না করে হোক, শতভাগ সংসার করে হোক বা পাশাপাশি জব করে হোক—যেভাবে ভালো লাগে, যেটা যেভাবেই শান্তি থাকে, সেভাবেই আমি ট্রাই করেছি এবং ট্রাই করছি। এসব থেকে আমার কাছে মনে হয় সম্মানের জায়গা অটুট থাকুক, এটাই চাই।’

নায়িকা বলেন, ‘আমি আমার জায়গা থেকে একটু আগে যেটা বলেছি, আমার দোষ হলে আমি তাকে নিয়ে এত পজিটিভ থাকতাম না। এতকিছুর পরও আমি তাকে এভাবে সম্মান করতাম না। কারণ হয়কি, আমরা একটা কথা বলেই থাকি—আপনাকে যে সম্মান করবে আপনি তাকে সম্মান করবেন।’

বুবলী বলেন, ‘অনেকভাবে অসম্মানিত হওয়ার পরও তার প্রতি আমার সম্মান আছে এবং থাকবে। সো, আমার দোষ না বলেই আমি হার্ট অ্যান্ড সোল ট্রাই করেছি, করছি।  আমি আমার জীবন থেকে যদি বলি, আমি অলওয়েজ খুব ঘরকুনো। আমি চেয়েছি সবসময় ঘরটা বাঁচাতে। সেটা যখন আমার ঘর ছিল। সে জায়গা থেকেই তো আমি ট্রাই করেছি বা করছি।’

উল্লেখ্য, অপু বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের পর ২০১৮ সালের জুলাই মাসে বুবলীকে বিয়ে করেন শাকিব খান। এরপর তাদের সংসারে জন্ম নেয় একটি পুত্র সন্তান। যার নাম শেহজাদ খান বীর।

আরও খবর: