সাইফুল আলম, ত্রিশাল প্রতিনিধি:
২০১৯ সালের জানুয়ারী মাসে ত্রিশালের নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল আমীন মাদানী এমপি এই কাজের উদ্বোধন করেন।
১কোটি ৫০লক্ষ টাকা ব্যয়ে সড়ক মেরামত কাজটি পেয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান বিএম এন্টারপ্রাইজ।
ত্রিশাল পোড়াবাড়ী সড়কের সাড়ে ছয় কিলোমিটার মেরামত কাজের জন্য ঐবছরের জুন মাস পর্যন্ত সময় নির্ধারণ করে দেয়া হয়েছিল কিন্তু নির্দিষ্ট সময়ে কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান বিএম এন্টারপ্রাইজ।
কাজ শেষ হওয়ার বছর না ঘুরতেই সড়কে তৈরি হয়েছে অসংখ্য গর্ত।
সড়কে চলাচলকারী মালবাহী যানবাহন নিয়মিতই আটকে যাচ্ছে এসব গর্তে। ঘটছে দূর্ঘটনা, হতাহত হচ্ছে সড়কে চলাচলকারী মানুষ। ঘন্টার পর ঘন্টা আটকে থাকতে হচ্ছে মালবাহী যানবাহন এবং পথচারীকে।
দেড় কোটি টাকা ব্যয়ে সড়ক মেরামত কাজের এমন ভোগান্তির জন্য ঠিকাদারী প্রতিষ্ঠানের নিম্নমানের কাজ ও কর্তৃপক্ষের অবহেলায় দায়ী বলে মনে করে সাধারণ মানুষ।
এই সড়কে যাতায়াত কারীরা এমন ভোগান্তি থেকে মুক্তি চায়।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply