জাতীয়

দেশে ভ্যাপসা গরম থাকবে আরও দুদিন

  জাগোকন্ঠ ১৭ আগস্ট ২০২২ , ১০:৩১ পূর্বাহ্ণ

দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহের কারণে সৃষ্ট ভ্যাপসা গরম আরও দুদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (১৭ আগস্ট) এ তথ্য জানিয়েছেন আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান।

হাফিজুর রহমান বলেন, ‘ভ্যাপসা গরম হওয়ার অন্যতম কারণ হচ্ছে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি। গত কয়েকদিনের তুলনায় বৃষ্টিপাত কমে যাওয়ায় তাপমাত্রা কিছুটা বেড়েছে। আর এর ফলে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেড়েছে। তাপমাত্রা সহনীয় পর্যায়ে থাকলেও অনুভূতিটা বেশি মনে হচ্ছে। আগামী দুদিন এই ভ্যাপসা গরমের ধারা অব্যাহত থাকবে। তবে দুদিন পর ভ্যাপসাভাব কমলেও গরম থাকবে বলে জানান তিনি।

এ আবহাওয়াবিদ বলেন, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর ফলে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। তবে আগামী ৭২ ঘণ্টায় উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

আরও খবর: