দেশজুড়ে

দেওয়ানগঞ্জে তথ্য সংগ্রহ করতে গিয়ে চেয়ারম্যান সাইদুজ্জামানের কাছে সাংবাদিক লাঞ্ছিত

  জাগোকন্ঠ ১০ ডিসেম্বর ২০২৩ , ১১:৫১ পূর্বাহ্ণ

নূর ই ইলাহী দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের দেওয়ানগঞ্জ সদর ইউনিয়নে তথ্য সংগ্রহ করতে গিয়ে সিনিয়র সাংবাদিক রহুল আমিন হারুন ও নূর ইলাহী চেয়ারম্যান ছাইদুজ্জামান খানের কাছে লাঞ্ছিত হয়েছেন। আজ রবিবার দুপুর ১২:৩০ মিনিটে এ ঘটনা ঘটে । মুহূর্তেই লাঞ্ছিতের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে । এতে সাংবাদিক মহলে এক তীব্র নিন্দার ঝড় বইছে ।
ভুক্তভোগী সাংবাবিক দৈনিক আওয়ার বাংলাদেশীর দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি । তিনি জানান, গত শনিবার দেওয়ানগঞ্জ সদর ইউনিয়নে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচী প্লাস (ইজিপিপি পাস) এর ৬ টি প্রকল্পের কাজ পরিদর্শন করি এ সময় দেখতে পায় প্রতিটি প্রকল্পে ১০-১৫ জন উপকারভোগী অনুপস্থিত । সেইসাথে ৮ ও ৯ নং ওয়ার্ডের তালিকাভূক্ত সড়ক মেরামতের কাজ বাদ দিয়ে উপকারভোগীরা ৭ নং ওয়ার্ডের ব্যাপারী পাড়া এলাকায় ব্যাক্তিগত পুকুর পাড় মেরাম করছে । এসময় উপকার ভোগী অনেকেই অভিযোগ করে জানায় ৯ নং ওয়ার্ড মেম্বার বাহাদুর ১৬ জন উপকারভোগীর কাছ থেকে পাঁচশত করে টাকা ঘুষ আদায় করেছে । প্রতিটি প্রকল্প ঘুরে দেখা যায় সব প্রকল্পেই ১৫-২০ জন করে অনুপস্থিত।
অনুপস্থিতির কারণ জানতে চাইলে ইউপি মেম্বার বাহাদুর বলেন এই ইউনিয়নে মোট উপকার ভোগীর সংখ্যা ২৬৯ জন । ৬০ টি নেতাকর্মীর নাম ঢুকানো হয়েছে আরো ২০ টি নেতার নাম ঢুকানোর দাবি করছে নেতারা । অনুপস্থিত সবাই নেতাকর্মী ।
শনিবার ইউনিয়ন পরিষদ বন্ধ থাকায় আজ রবিবার সকালে সাংবাদিক রুহুল আমিন হারুন চেয়ারম্যান ছাইদুজ্জামান খানের সাথে সাক্ষাৎ করতে গেলে চেয়ারম্যান পরিষদের বারান্দাতেই অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে । এবং দেওয়ানগঞ্জ সদর ইউনিয়নে প্রবেশ না করার জন্য হুমকি দেয় । প্যানেল চেয়ারম্যান এনামুল হক চেয়ারম্যানের সাথে তালমিলিয়ে ক্ষতার প্রভাব দেখায়।
উল্লেখ্য সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় দেওয়ানগঞ্জ উপজেলার সকল সাংবাদিকবৃন্দ নিন্দা প্রকাশ করছে।

আরও খবর: