স্বপন কুমার রায়, খুলনা বুরো প্রধানঃ করোনা ভাইরাস সংক্রমন রোধে দাকোপের লাউডোবে স্বাস্হ্য সুরক্ষায় জীবাণু নাশক ঔষধ স্প্রে আজ ৬ এপ্রিল সকাল থেকে দিনব্যপী আন্তজার্তিক মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্হা দাকোপের উদ্যোগে লাউডোব ইউনিয়নের গুরুত্বপুর্ন সড়ক ও ড্রেনে জীবণুনাশক ঔষধ ছিটানো হয়। আন্তর্জাতিক মানবধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্হার উপজেলা সভাপতি তপু সরকারের নেতুত্বে একটি দল পানির ট্যাংক ও হ্যান্ড স্প্রে মেশিনের মাধ্যমে ইউনিয়নের প্রধান প্রধান সড়ক ও বাজারে জীবাণুনাশক ঔষুধ স্প্রে করেন। এ সময় উপস্থিত ছিলেন এস ডি টিভির সার্বিক পরিচালক স্বপন কুমার রায়, মানবধিকার প্রতিষ্ঠা ও বাস্ততবায়ন সংস্থার উপজেলা সাধারন সম্পাদক রহমত আলী, সহ-সাধারন সম্পাদক উজ্বল মন্ডল, মহিলা সম্পাদিকা তৃপ্তি মন্ডল, সদস্য সাইদুর রহমান বরকতউল্লা,সাইফুল গাজী,গোলাম রসুল, স্বপন মন্ডল,সিপন খলিফা, শিবাষিস মন্ডল প্রমুখ।
আন্তজার্তিক মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্হা দাকোপের সভাপতি তপু সরকার বলেন ‘ জাতির এ মহাদূর্যোগের সময় বিত্তমানদের দরিদ্রদের পাশে এগিয়ে আসতে হবে । তিনি বলেন, করোনাভাইরাস আতঙ্ক নয়, জনসচেতনতা মাধ্যমে সংক্রমণ রোধ করতে হবে। এমন সময়ে জীবাণুনাশক ওষুধ স্প্রে ছিটানোতে এলাকার কিছুটা হলেও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হবে। সামাজিক দুরুত্ব বজায় রাখতে হবে অপ্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।এ সময় হতদরিদ্রের মাঝে মাস্ক ও সাবান বিতরন করা হয়।এই কার্ক্রম পাচটি ইউনিয়নে পর্যায়ক্রে চলতে থাকবে।
Leave a Reply