সাইফুল আলম, ত্রিশাল প্রতিনিধি:
ময়মনসিংহের ত্রিশালে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনী প্রস্তাব অনুমোদন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বিশাল আনন্দ মিছিল করেছে ত্রিশাল উপজেলা ছাত্রলীগ।
আজ বুধবার ১৪ অক্টোবর বিকালে ত্রিশাল উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান মাহমুদের নির্দেশনায় সাধারণ সম্পাদক ইমরান হাসানের নেতৃত্বে বিশাল আনন্দ মিছিল বের করা হয়।
মিছিলটি ত্রিশাল সরকারি নজরুল কলেজ থেকে বের হয়ে ত্রিশাল-ময়মনসিংহ মহাসড়কের কিছু অংশ প্রদক্ষিন করে মাদানী সিএনজি পাম্পে গিয়ে শেষ হয়।
এই আনন্দ মিছিলে ত্রিশাল উপজেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ, সরকারী নজরুল কলেজ ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিল।
Leave a Reply