1. mdmobinali112@gmail.com : admin2020 :
  2. mdalimobin112@gmail.com : Ali Mobin : Ali Mobin
বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১, ০২:৩৫ পূর্বাহ্ন

ত্রিশালে দুই ট্রাকের সংঘর্ষ, চালকসহ নিহত-২

  • আপডেট টাইম : শনিবার, ৭ নভেম্বর, ২০২০
সাইফুল আলম, ত্রিশাল প্রতিনিধি:
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালে বালু ভর্তি  দাড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সিমেন্ট বোঝাই আরেক ট্রাকের ধাক্কায় চালকসহ ২ জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলো শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার বাসিন্দা আব্দুর রউফ (৪৫) ও সুলতান মাহমুদ ফরিদ (৪২)।  শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ত্রিশাল থানা পুলিশ সূত্রে জানা যায়, আজ ৭ নভেম্বর শনিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বাগান রাঙ্গামাটি নামক স্থানে বালু বোঝাই একটি ট্রাক থেমে ছিল। সকাল ৭টার দিকে ময়মনসিংহগামী আরেকটি সিমেন্ট বোঝাই ট্রাক থেমে থাকা ওই বালু ভর্তি ট্রাকের পেছনে ধাক্কা দিলে সিমেন্ট বোঝাই ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে ভেতরে ঢুকে যায়। স্থানীয়রা অনেক চেষ্টা করেও ট্রাকের ভেতর আটকে পড়া চালক ও হেলপারকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়ে ত্রিশাল ফায়ার সার্ভিসকে খবর দেয়।
ত্রিশাল ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাক কেটে ভেতর থেকে দুজনকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে মৃত ঘোষণা করেন।
ত্রিশাল থানা সূত্রে জানা যায়, মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..