মামুনুর রশিদ, ত্রিশাল প্রতিনিধিঃ করোনা পরিস্থিতি ভয়াবহ আকার সৃষ্টি হওয়ায় ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বাইপাস সড়কের কেরানীর বাড়ির মোড়ে মানুষকে সচেতন করতে হাতে লাঠি নিয়ে সবাইকে মাস্ক পরার জন্য অনুরোধ করছে জামাল নামের এক যুবক।তিনি পেশায় একজন গাড়ীর সুপারভাইজান।জামাল মিয়া জানান,করোনা ভাইরাসের কারণে গাড়ী চলাচল বন্ধ হয়ে যাওয়ার ফলে তিনি বাড়ীতে অলস সময় পার করছেন।দেশে করোনা পরিস্থিতির টেলিভিশনে খরব দেখে সে সেচ্ছায় এ কাজ করছেন। জানাযায়,ত্রিশাল পৌরসভার ৫ ও ৬ নং ওয়ার্ডের কেরানী মোড় একটি জনবহুল গ্রাম। উক্ত মোড় দিয়ে সদর ইউনিয়নের পাঁচ পাড়া,সতরপাড়া,আওলটিয়া ও কোনাবাড়ীর এলাকার শতশত মানুষ ত্রিশাল বাজারে যাতায়াত করে থাকে। এসব যাতায়াত করা মানুষকে মুখে মাস্ক পড়া ও গনজমায়েত সৃষ্টি না হয় সেই দিকে নজর রাখছেন জামাল মিয়া। তিনি ত্রিশাল পৌর সভার নওধার গ্রামের নুরুল ইসলাম ড্রাইভারের ছেলে।তিনি সব সময় সেচ্ছায় কাজ করতে চান।
Leave a Reply