সাইফুল আলম, ত্রিশাল প্রতিনিধি:
ময়মনসিংহের ত্রিশালে বহু বছরের পুরাতন ঈদগাহ মাঠের সীমানা প্রাচীর ভাংচুর করার প্রতিবাদে বিক্ষোভ করেছে এলাকাবাসী।
জানা যায়, একটি কোম্পানির পক্ষে উপজেলার মোক্ষপুর ইউনিয়নের নাইলাটিকি এলাকায় স্থানীয় মেম্বার ফারুক মিয়া ও রিপন মিয়া সহ এলাকার একটি জমির দালাল চক্র ঈদগাহ মাঠের জমি ক্রয়ের প্রস্তাব দেয় ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির কাছে।
এ প্রস্তাবে রাজি না হওয়ায় ৩০ অক্টোবর সন্ধ্যার পর ঈদগাহ মাঠে হামলা চালিয়ে মীনার সীমানা প্রাচীর ভাংচুর করেছে প্রভাবশালী দালালরা।
এ ঘটনায় ঐদিনই রাতে ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির সভাপতি হযরত মিয়া বাদী হয়ে থানায় একটি অভিযোগ দাখিল করেন।
বিক্ষোব্ধ এলাকাবাসী ঈদগাহ মাঠ রক্ষা করা ও জমির দালাল চক্রের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে।
এলাকাবাসী জানায়, এই ঈদগাহ মাঠটিতে প্রায় ৩০ বছর যাবত এলাকার মুসুল্লিরা ঈদের নামাজ আদায় করে আসছে। এক কোম্পানির কাছ থেকে মোটা অংকের প্রস্তাব পাওয়ায় এ চক্রটি সক্রিয় হয়ে উঠেছে।
ত্রিশাল থানার সেকেন্ড অফিসার বিকাশ চন্দ্র সরকার জানান, থানায় অভিযোগ করা হয়েছে। এঘটনায় তদন্তপূর্বক আসামীদের বিরোদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply