স্টাফ রিপোর্টার: ঢাকা রিপোর্টার্স ইউনিটিকে কেন্দ্রীয় মৎস্যজীবী লীগের ২ শত পিছ পিপিই উপহার। সোমবার (১১ মে) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি-ডিআরইউ’তে ‘করোনাভাইরাস সংক্রমণের নমুনা সংগ্রহ বুথ’ উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ এর পক্ষ থেকে এ উপহার প্রদান করা হয়। প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য মন্ত্রী মোঃ হাসান মাহমুদ এম পি এবং সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দের হাতে পিপিই তুলে দেন বাংলাদেশ আওয়ামী মৎস্য জীবী লীগের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ সাইদুর রহমান সাইদ এবং সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর নস্কর। এসময় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply