ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি: ‘ ঘোড়া’ বেপারী পরিবারের ঐতিহ্য।ডামুড্যা উপজেলার ধানকাটি ইউনিয়নে ঘোড়ায় চড়ার এ ঐতিহ্য ধরে রাখছেন আব্দুল মজিদ বেপারী। তিনি ইউনিয়নের বিশ্বাস কান্দি গ্রামের মরহুম রবিউল্লাহ বেপারীর ছেলে।
আব্দুল মজিদ বেপারী জাগোকণ্ঠকে বলেন, আমাদের পূর্বপুরুষ থেকেই বাহন হিসেবে ঘোড়া ছিলো। আমাদের এলাকার পাশে একটি মাঠের নাম ঘোড়ার তৌল। সেখানে বিভিন্ন জেলার মানুষ ঘোড়া রেসিং এ অংশ নিতেন। আমরাও সে প্রতিযোগিতায় অংশ নিতাম। তখন জেলায় মাত্র ২ থেকে তিনটি পরিবারে ঘোড়া ছিল। এখনতো ইঞ্জিনের গাড়ী হয়ে গেছে। এখন ঘোড়া মূলত সখেই পালন করছি। মাঝে মধ্যে একটু চড়ি এই আরকি’।
Leave a Reply