ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে এইক পরিবারের ৩ জনের লাশ উদ্ধার
করেছে পুলিশ রাণীশংকৈল থানার শিয়াল ডাঙ্গী গ্রামের সিরাজুল
ইসলাম বাড়ির ডোবা থেকে নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে।
নিহতরা হলেন, সিরাজুলের ছেলে আকবর আলীর স্ত্রী আরিদা আক্তার
(৩২), মেয়ে আকালিমা আক্তার আঁখি (১০), ছেলে আরাফাত (৪)।
বৃহস্পতিবার সকলের স্থানীয় লোকজন বাড়ির সামনের ডোবায়
তাদের লাশ দেখে পুলিশকে খবর দেয় । খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে
ঠাকুরগাঁও মর্গে প্রেরণ করে। নিহত আরিদার পিতা নজরুল
ইসলাম বলেন ভোর সাড়ে পাঁচটা জামাই আকবর আলী মেয়ে
আরিদা ও তার সন্তদের আমার বাড়ীতে খোজ করতে আসে। পরে
আকবরের চাচা নজরুল ইসলাম আরিদার পিতাকে খবর দেয় যে, তাদের
লাশ বাড়ীর পাশের ডোবায় দেখতে পাওয়া যায়। আরিদার পিতা বলেন
মেয়ে জামায় মধ্যে মাঝে মধ্যে ঝগড়া ঝাটি হলেও এমন অঘটনের
কারণ জানা নেই। এ বিষয়ে রাণীশংকৈল থানা পুলিশ জানায় ময়না
তদন্তের আগে নিশ্চিত করে কোন কিছু বলা যাচ্ছে না। এই
রিপোর্ট লেখা পর্যন্ত থানা মামলা প্রস্ততি চলছিল।
Leave a Reply