দেশজুড়ে

টেলিভিশন ভবনে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন

  জাগোকন্ঠ 20 June 2022 , 2:06 pm

বেসরকারী টেলিভিশন চ্যানেল গ্লোবাল টেলিভিশন ভবনে প্রবেশ করে সাংবাদিকদের উপর প্রকাশ্যে সন্ত্রাসী হামলার ও ক্যামেরা ভাংচুর করার ঘটনায় প্রধান আসামী সন্ত্রাসী মুন্না বাহিনীর প্রধান মুন্নাসহ তার সহযোগীদের গ্রেফতারের গ্রেফতারের দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ২০ জুন (সোমবার) দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক আনোয়ার রহমান বাবুল, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শাকের মোহাম্মদ রাসেল, প্রচার সম্পাদক নাজিম উদ্দিন রানা, কার্যনির্বাহী সদস্য মো: রবিউল ইসলাম খান, সাংবাদিক কামালুর রহিম সমর, রাজীব হোসেন রাজু, ডালিম কুমার দাস টিটু, সোহেল রানা, পলাশ সাহা সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, গত ১৫জুন গ্লোবাল টেলিভিশন ভবনে সাংবাদিকদের উপর প্রকাশ্যে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে সন্ত্রাসী মুন্না বাহিনীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানসহ দেশ ব্যাপি সাংবাদিকদের উপর হামলা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের নিকট জোর দাবী জানান। এসময় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর: