জাগোকন্ঠ 19 June 2022 , 5:29 pm
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি-এর নির্দেশনায় ও গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের আহবায়ক মোঃ কামরুল আহসান সরকার রাসেল-এর আহ্বানে এবং টঙ্গী পূর্ব থানা যুবলীগের নেতা ও ৪৬ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ সোহেল রানার উদ্যোগে গতকাল শনিবার বিকেলে টঙ্গী নদী বন্দররে পাশ্ববর্তী এলাকায় বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়। কাউন্সিলর পদপ্রাথী সোহেল রানা বলেন, ‘জলবায়ু পরিবর্তন রোধে এদেশের ১৮ কোটি মানুষকে বাঁচাতে মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভাপতির আহবান, ‘দেশ বাঁচাও একটি করে গাছ লাগান।’ ‘আমরা তাঁর আহবানে সাড়া দিয়ে নিজ নিজ এলাকায় একটি করে গাছ লাগানোর উদ্যোগ নিয়েছি’। এ বৃক্ষরোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইজ্ঞিনিয়ার নাজমুল হুদা, ৪৪ নং ওয়ার্ড যুবলীগর সভাপতি পদপ্রার্থী মোক্তার হোসেন রতন, টঙ্গী মটর শ্রমিক লীগের সভাপতি পদপ্রার্থী সুমন মোল্লা, টঙ্গী পূর্ব থানা যুবলীগ নেতা শাহিন সিকদার, টঙ্গী পূর্ব থানা ছাত্রলীগের নেতা আবু বকর সিদ্দিকী, ৪৯ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী বিপ্লব সরদার, নোয়াগাঁও ক্রীড়া ও সমাজ কল্যাণ যুব সংঘের মীর তরুণ ও রনি হাসান প্রমুখ।