আন্তর্জাতিক ডেস্ক: চীনের উত্তরাঞ্চলীয় প্রদেশ শানজিতে একটি রেস্তোরাঁ ধসে ২৯ জন নিহত হয়েছেন। কর্তৃপক্ষের বরাত দিয়ে রোববার এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম সংস্থা এপি।
স্থানীয় সময় শনিবার সকালে শানজির জিয়াংফেন এলাকায় দুই তলা ওই ভবনটি ধসে পড়ে। এতে আহত হন আরও ২৮ জন। এদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক।
দেশটির জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় রেস্তোরাঁ ধস হতাহতের তথ্য নিশ্চিত করে জানিয়েছে, উদ্ধার তৎপরতা সমাপ্ত ঘোষণা করা হয়েছে। কী কারণে এই ধসের ঘ্টনা তা নিশ্চিত হওয়া যায়নি।
Leave a Reply