জাগো কণ্ঠ ডেস্ক ৫ এপ্রিল ২০২৩ , ৫:৩৩ অপরাহ্ণ
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২৪ পিস সোনার বার এবং ১০০ গ্রাম ওজনের স্বর্ণালংকারসহ মোহাম্মদ আতিক উল্লাহ নামে এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
বুধবার (৫ এপ্রিল) সন্ধ্যা ৭টা ২৫ মিনিটের দিকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা দলের (এনএসআই) সহায়তায় তাকে আটক করা হয়।
আটক আতিক উল্লাহ চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাসিন্দা। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে নগরের পতেঙ্গা থানায় হস্তান্তর করা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটযোগে সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে পৌঁছে আতিক। বোর্ডিং ব্রিজ থেকে অনুসরণ করে বিমানবন্দরের ইমিগ্রেশন লাউঞ্জে তাকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ২৪ টি সোনার বার ও ১০০ গ্রাম ওজনের স্বর্ণালংকার জব্দ করা হয়।
সোনার বারের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ১ লাখ ৬০ হাজার এবং স্বর্ণালংকারের আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ৫০ হাজার টাকা।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বশির আহমেদ ঢাকা পোস্টকে বলেন, অভিযুক্ত যাত্রীর কাছ থেকে প্রায় ৩ কেজি ওজনের সোনা পাওয়া গেছে। তার বিরুদ্ধে নগরের পতেঙ্গা থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হবে।