গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি: গোসাইরহাট উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহ্বায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। মহিউদ্দিন আহমেদকে আহ্বায়ক এবং বাচ্চু ঢালীকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়। ৫ মার্চ বৃহস্পতিবার দুপুরে গোসাইরহাট উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ কমিটি ঘোষনা করা হয়। জেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক সাংবাদিক এফ রহমান রূপকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-গোসাইরহাট উপজেলার সাবেক চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ নাসির উদ্দিন নাসির। বিশেষ অতিথি হিসেবে জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের যুগ্ম আহ্বায়ক মোঃ ফারুক আহম্মেদ মোল্লা, সদস্য সচিব মোঃ আতাউর রহমান তালুকদার ও সাবেক ছাত্রনেতা মোঃ ইকবাল হোসাইন উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে গোসাইরহাট উপজেলা আওয়ামী লীগ নেতা মিন্টু বেপারী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান মৃধা, গোসাইরহাট পৌরসভা কাউন্সিলর হুমায়ুন সিকদার, আলী আকবর সরদার, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইউসুফ ঢালী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি টিপু কোতয়াল, সাধারণ সম্পাদক হাবিব খান, সাংগঠনিক সম্পাদক বাদল বেপারী, নলমুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাহার সরদার, কুচাইপট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সরদার, ইদিলপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি আনোয়ার হোসেন সরদার, ইদিলপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল হোসেন সোহাগ প্রমূখ উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি গোসাইরহাট উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের ২১ সদস্য কমিটি ঘোষনা করেন। কমিটিতে অন্যরা হলেন, আঃ জব্বার খান (যুগ্ম আহ্বায়ক), দেলোয়ার কাজী (যুগ্ম আহ্বায়ক), চৌধুরী আশরাফ উদ্দিন (যুগ্ম আহ্বায়ক), সদস্য- নাসির সরদার, মোঃ মিরাজ উদ্দিন, আবুল মিয়া কাজী, আহসান চৌকিদার, আবুল খায়ের গাজী, মোঃ রাসেল সরদার, মোঃ সায়েদুর রহমান, মোঃ মনির হোসেন বেপারী, সিরাজুল হোসেন মোল্লা, মাইনউদ্দিন খান, আলাউদ্দিন সরদার, ইয়ামিন বহরদার, মোঃ কাদের হাওলাদার, নিপু মাল, নাজমা বেগম, আবুল বাসার সরদার।
Leave a Reply