মো: সাজ্জাত হোসেন,কালীগঞ্জ(গাজীপুর)
প্রতিনিধিঃ
গাজীপুরে ডিবি পুলিশের বিশেষ অভিযানে, ৩০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ৩ পুড়িয়া হেরোইনসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার হয়েছেন।
গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) অফিস সূত্রে জানা যায়, গাজীপুরে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জেলাকে মাদকমুক্ত করতে গোপন সংবাদের ভিত্তিতে, গাজীপুর জেলা পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম (বার)’র নির্দেশক্রমে, জয়দেবপুর ও কালিয়াকৈর থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে, ৩০ পিচ ইয়াবা ট্যাবলেট এবং ৩ পুড়িয়া হেরোইনসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ২০১৮” অনুযায়ী মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply