স্টাফ রিপোর্টার:
ঘরোয়া ক্রিকেটের আব্দুল মজিদ তার পিতা আব্দুল ওয়াদুদকে (৮০) হারিয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দির্ঘদিন চিকিৎসায় থেকে আজ (১৪জুন) সকালে তিনি মারা যান।
ক্রিকেটার মজিদ জাগোকণ্ঠকে জানান, ‘দীর্ঘদিন ধরে বাবা অসুস্থ ছিলেন। কয়েক বছর আগে ব্রেইন স্ট্রোক করলেও দুই বছর আগে হার্ট অ্যাটাকও করেছিলেন তিনি। নিয়মিত চিকিৎসা নিয়েই এতদিন বেঁচে ছিলেন। তবে আজ সকালে হুট করে বাবার শারীরিক অবস্থার অবনতি হলে ভোরে তিনি মারা যান।’
ময়মনসিংহের একটি কবরস্থানে বাদ আসর তার বাবাকে সমাহিত করা হবে বলে তিনি জানান।
আব্দুল মজিদ কয়েকবার জাতীয় দলের ক্যাম্পে সুযোগ পেলেও আন্তর্জাতিক ক্রিকেটে খেলা হয়নি তার। তবে কয়েকবারই বাংলাদেশ ‘এ’ দল ও হাই পারফরম্যান্স ইউনিটে জায়গা করে নিয়েছেন তিনি। বিপিএলে খুলনা টাইটানস ও সিলেট সিক্সার্সের হয়ে খেলেছেন।
Leave a Reply