দেশজুড়ে

কাঁঠালিয়ায় শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্ততিমূলক সভা

  জাগোকন্ঠ ৩ অক্টোবর ২০২৩ , ১১:০৫ পূর্বাহ্ণ

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির কাঁঠালিয়ায় শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলাপরিষদ অডিটোরিয়াম এ শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ নেছার উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ এমাদুল হক মনির।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান বদু সিকদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পূজা উদযাপন কমিটির সভাপতি বিমল চন্দ্র সমাদ্দার, কাঁঠালিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ শহীদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন, মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার, মিঠু সিকদার, শিশির প্রমুখ।

সভায় বক্তারা আসন্ন শারদীয় দূর্গাপুজা কি ভাবে সুন্দর ভাবে উদযাপন করা যায় সে বিষয়ে আলোচনা করন।

আরও খবর: