হাফিজুর রহমানঃ
।বঙ্গবন্ধু পরিষদ বিমান বন্দর থানা শাখা সভাপতি সমাজসেবক ও মানবাধিকার কর্মী রাশেদুল হক সোহেলের নেতৃত্বে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪৯ নং ওয়ার্ডে করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত কর্মহীন শ্রমিক, বয়স্ক এবং নিম্ন আয়ের পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
খিলক্ষেত কাওলা এলাকার কর্মহীন শ্রমিক ,বয়স্ক এবং নিম্ন আয়ের ২০০০ পরিবারের মাঝে চালসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীণ আওয়ামী লীগ নেতা জিন্নাত আলী মেম্বার, সাংবাদিক নেতা আতাউর রহমান,বিশিষ্ট সমাজসেবক ও আওয়ামী লীগ নেতা, মনিরুজ্জামান মৃর্ধা মঞ্জু, আজিজুর রহমান, হামিদুল হক শামীম, মোতাহার হোসেন, অহিদুজ্জামান গোলাপ, সঞ্চিতা রহমান ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এবং স্বাধীন বাংলা প্রশিক্ষণ কেন্দ্রও কাওলা এলাকার স্বেচ্ছাসেবকবৃন্দ।
গত ২ এপ্রিল থেকে এই ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম চলছে। করোনা ভাইরাস জনিত কারণে যতদিন মানুষ কর্মহীন থাকবে ততদিনই এই কার্যক্রম অব্যাহত থাকবে।
Leave a Reply