জাতীয়

এ বছর হজযাত্রীদের ফ্লাইট শেষ হচ্ছে আজ

  জাগোকন্ঠ 3 July 2022 , 10:20 am

চলতি বছর প্রায় ৫৮ হাজার বাংলাদেশি হজ পালন করবেন। এদের অধিকাংশই ইতোমধ্যে সৌদি আরবে পৌঁছে গেছেন। বাকিরা আজ রোববার (৩ জুলাই) শেষ ফ্লাইটে সৌদি যাবেন।

রোববার (৩ জুলাই) রিয়াদের বাংলাদেশ দূতাবাস এক বার্তায় এ তথ্য জানায়।

দূতাবাস জানায়, এ বছর প্রায় ৫৮ হাজার বাংলাদেশি পবিত্র হজ পালন করবেন, যার অধিকাংশই সৌদি আরবে চলে এসেছেন। আজ শেষ হচ্ছে হজ ফ্লাইট।

গতকাল (শনিবার) বাংলাদেশ থেকে ৪১৯ জন হজযাত্রী জেদ্দার কিং আব্দুল আজিজ এয়ারপোর্টের হজ টার্মিনালে বিকেল ৩টায় পৌঁছালে রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ফুল দিয়ে হজযাত্রীদের স্বাগত জানান। এসময় জেদ্দার বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক ও উপস্থিত ছিলেন।

হজ সম্পর্কিত বুলেটিনের সর্বশেষ তথ্য বলছে, এখন পর্যন্ত ৫৩ হাজার ৩৬৭ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩৮৫ ও বেসরকারি ব্যবস্থাপনায় ৪৯ হাজার ৫৬৫ জন হজযাত্রী সৌদি গেছেন।

আরও খবর: