আসাদুল ইসলাম সবুজ, লালমনিরহাট :
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে লালমনিরহাটের ১ লক্ষ ৮৮ হাজার শিশুকে এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন কর্মশালায় সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু রায় এ তথ্য জানান।
বৃহস্পতিবার (০১ অক্টোবর) সকালে সিভিল সার্জন কার্যলয়ের হলরুমে এই কর্মশালায় আরো জানানো হয়, আগামি ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত জেলা সদরসহ ৫টি উপজেলায় ৪৬টি ইউনিয়নে একযোগে ১ হাজার ১শত ২৬টি কেন্দ্রে ২ হাজার ২শত ৫২ জন স্বেচ্ছা সেবক, ৩শত ৬৩ জন স্বাস্থ্য কর্মীর ও পরিবার পরিকল্পনা বিভাগের ২শত ৩৫ কর্মীর ক্যাপসুল খাওয়ানো কাজে নিয়োজিত থাকবেন। নিয়োজিত কর্মীরা ০৬ থেকে ১১ মাস পর্যন্ত ২০ হাজার ৫শত জন শিশুকে নীল রঙের ও ১২ মাস থেকে ৪৯ মাস পর্যন্ত ১ লাখ ৬৭ হাজার ৫শত শিশুকে লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়াবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমনিরহাট সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দিপঙ্কর রায় ও জেলা তথ্য অফিসার মোঃ মামুনুর রশিদসহ স্থানীয় প্রিন্ট ও ইলেক্টনিক্স মিডিয়ার সংবাদিকবৃন্দ।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply