দেশজুড়ে

এবারের ঈদে রাকিব’র মিউজিক্যাল ফিল্ম ভালোবাসার আরেক নাম তুই

  জাগোকন্ঠ ২৪ মার্চ ২০২৪ , ৬:৫২ অপরাহ্ণ

নাদিম আহমেদ অনিক :
এবারের ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে সংগীত শিল্পী রাকিব চৌধুরীর মিউজিক্যাল ফিল্ম ‘ ভালোবাসার আরেক নাম তুই ‘।
রাকিব চৌধুরীর নিজ কথা ও সুরে, রোজেন রহমানের সঙ্গীত আয়োজনে নতুন এই মিউজিক ফিল্মটির ভিডিও নির্মান করেছেন সোহরাব হোসেন উল্লাস।
ভিডিও নির্মাতা সোহরাব হোসেন উল্লাস জানান, সাম্প্রতিক সময়ে ভালোবাসার আরেক নাম তুই শিরোনামে মিউজিক্যাল ফিল্মটির শুটিং এর কাজ সম্পন্ন হয়েছে।
হতিহাস বিজড়িত উত্তরাঞ্চলের জেলা নওগাঁ এর দুবলহাটি রাজবাড়ীর রাজা হরনাথ রায় চৌধুরীর পারিবারিক গল্প অবলম্বনে, তার নিজ রাজবাড়ীর মনোরম পরিবেশে  দৃশ্যায়িত চমৎকার একটি ভিন্নধর্মী গল্পে সাজানো হয়েছে মিউজিক্যাল এ ফিল্মটি।
তিনি আরও জানান, সংগীত শিল্পী রাকিব চৌধুরীর নিজ অফিসিয়াল ইউটিউব চ্যানেল “সাইলেন্ট রকস্টার” থেকে মিউজিক এ ফিল্মটির মুক্তি দেওয়া হবে।
ফিল্মটিতে রাজার নাতনী চরিত্রে অভিনয় করেছেন বর্তমান সময়ের আলোচিত অভিনেত্রী তান।
রাকিব চৌধুরী বলেন, নওগাঁ জেলা সদরে কালের সাক্ষী রাজা হরনাথ রায় চৌধুরীর বিশাল প্রাসাদ ও তার জীবন গল্পের একাংশ তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই ফিল্মে। এবারের ঈদুল ফিতরকে সামনে রেখে মিউজিক ফিল্মটির কাজ সম্পন্ন করা হয়েছে, আশা করছি দর্শক-শ্রোতারা নতুনত্ব খুজে পাবে আমার এ কাজের মাধ্যমে।

আরও খবর: