দেশজুড়ে

ইবির ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে নতুন সভাপতির দায়িত্ব হস্তান্তর

  জাগোকন্ঠ ২১ সেপ্টেম্বর ২০২৪ , ৩:৪৬ অপরাহ্ণ

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সমাজ বিজ্ঞান অনুষদভুক্ত ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের নতুন সভাপতির দায়িত্ব পেয়েছেন বিভাগের সহকারী অধ্যাপক আতিফা কাফি। শনিবার (২১ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে বিদায়ী সভাপতি সহকারী অধ্যাপক এ এইচ এম নাহিদের কাছ থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বিভাগের সহকারী অধ্যাপক মো: হাফিজুল ইসলাম, সহকারী অধ্যাপক মো: ফিরোজ হোসেন ও বিভাগের উপ-রেজিস্ট্রার মো: মুরাদ আলী সহ ছাড়াও বিভাগের অর্ধশত শিক্ষার্থী উপস্থিত ছিল। এসময় বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা কেক কেটে ও ফুল দিয়ে নতুন সভাপতিকে বরণ করে নেন। এছাড়া বিভাগ ও শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়ী সভাপতি এ এইচ এম নাহিদকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এ বিষয়ে বিদায়ী সভাপতি এ এইচ এম নাহিদ বলেন, সভাপতি হিসেবে বিগত ৩ বছর দায়িত্ব পালনকালে নিজের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে চেষ্টা করেছি শিক্ষার্থীদের বিভিন্ন সংকট সমাধানের মাধ্যমে এই বিভাগকে একটি শিক্ষার্থী বান্ধব বিভাগ হিসেবে গড়ে তোলার। বিগত ৩ বছরে বিভাগ পরিচালনার সময়ে আমার বিভাগীয় সহকর্মীবৃন্দ, সুপ্রিয় শিক্ষার্থীরা ও বিভিন্ন শুভাকাঙ্খীগণ যে সহযোগিতা করেছেন, সেজন্য তাদের নিকট আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আশা করি নবনিযুক্ত সভাপতি জনাব আতিফা কাফি সকল অংশীজনদের সাথে নিয়ে বিভাগকে আরো সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাবেন।

এ বিষয়ে নবনিযুক্ত সভাপতি সহকারী অধ্যাপক আতিফা কাফি বলেন, বিদায়ী সভাপতি জনাব এ এইচ এম নাহিদ স্যার বিভাগের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেছেন। তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। বিভাগের সকল কার্যক্রম পরিচালনায় সহকর্মীবৃন্দ ও শিক্ষার্থীদের সহযোগীতা কামনা করছি। করোনা ও নানান প্রেক্ষাপটে ডিপার্ট্মেন্টের কয়েক ব্যাচে সেশনজট রয়েছে। প্রচেষ্টা থাকবে সেশনজট মুক্ত বিভাগ গড়ার। এছাড়া ক্যারিয়ার অরিয়েন্টেড শিক্ষা কার্যক্রম ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে শিক্ষার্থীদের সুশিক্ষার পরিবেশ গড়ে তোলার চেষ্টা করবো।

আরও খবর: