জাতীয়

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বিমান বাহিনীর হেলিকপ্টার

  জাগো কণ্ঠ ডেস্ক ৪ এপ্রিল ২০২৩ , ৩:২৯ পূর্বাহ্ণ

রাজধানীর বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ বিমান বাহিনীর সাহায্যকারী দল ও একটি হেলিকপ্টার কাজ করছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে বিষয়টি জানানো হয়েছে।

রাজধানীর বঙ্গবাজারে লাগা আগুন এখনো বাড়ছে। ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪৭টি ইউনিট।

মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আর ৬টা ১২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনীও যোগ দিয়েছে।

আরও খবর: