আন্তর্জাতিক

অবশেষে জামিনে মুক্ত জাফর পানাহি

  জাগো কণ্ঠ ডেস্ক ৪ ফেব্রুয়ারি ২০২৩ , ৪:৩৯ পূর্বাহ্ণ

কারাগারে অনশন শুরুর পর অবশেষে জামিন পেলেন ইরানের চলচ্চিত্র পরিচালক জাফর পানাহি। গত বছরের জুলাইয়ে গ্রেপ্তার হয়েছিলেন তিনি। 

অনশন শুরু করার দু’দিনের মাথায় শুক্রবার তাকে জামিন দেওয়া হয়েছে বলে টুইটারে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ‘সেন্টার ফর হিউম্যান রাইটস ইরান।’

জুলাইয়ে পানাহি গ্রেপ্তার হওয়ার আগে মোস্তাফা আল-আহমেদ এবং মহম্মদ রাসুলফ নামে আরও দুই চলচ্চিত্র নির্মাতা গ্রেপ্তার হয়েছিলেন। তাদের মামলার ব্যাপারে খোঁজখবর নিতে কারাগারে গিয়েছিলেন পানাহি। সেখানেই তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

এরপর ইরানের সর্বোচ্চ আদালত অক্টোবরে তাকে মুক্তির আদেশ দিয়েছিল। কিন্তু তারপরও তাকে আটক করে রাখা হয়েছিল।

আরও খবর: